Posts

Showing posts from April, 2025

রিমান্ড কি? রিমান্ডে কখন ও কেনো নেওয়া হয়? আদালতের নির্দেশনা কি?

Image
  রিমান্ড বলতে কি বুঝি? আর কখন রিমান্ডে দেওয়া হয়?: রিমান্ড হল কোন আমলযোগ্য অপরাধে জিজ্ঞাসাবাদের জন্য কোন আসামীকে পুলিশি হেফাজতে আটক রাখা। যাকে আটক করা হয়েছে তাকে সন্দেহের ভিত্তিতেও আটক করা যেতে পারে। ফৌজদারী কার্যবিধিতে রিমান্ড শব্দের ব্যবহার নেই, Detention বা আটক ব্যবহার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে ২৪ ঘন্টা আটক রাখা যাবে। তারপর আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হয়। ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রমানিত হয় আটককৃত ব্যক্তি নির্দোষ তবে ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিবেন। যদি প্রমান হয় আটককৃত ব্যক্তি অপরাধী বা আরও তথ্য উদঘাটন প্রয়োজন আছে তবে তিনি রিমান্ডের সময় বাড়াতে পারেন। তবে সময় ১৫ দিনের বেশি হবে না। আর রিমান্ডে মারধোর করার কোন বিধান নাই। ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৬৭ ধারার অধিনে ইনভেস্টিগেশন অফিসার এই অবেদন করবে। ♣কোন কারণে রিমান্ডে নেয়া যায় ★যদি কোনো মামলায় প্রকৃত আসামীর পরিচয় না থাকে, সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকতে পারে এমন কাউকে রিমান্ড চাইলে। ★কোনো মামলায় অনেক আসামী রয়েছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেলে অন্য আসামীদের সম্পর্কে খোঁজ নিতে। ★অনেক ...

বিনা পরোয়ানায় পুলিশের গ্রেফতার ক্ষমতা ও করণীয়?

Image
তারিখ: ২৯ এপ্রিল ২০২৫  আমরা জানি, সাধারণত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারের আদেশ না হয়, তবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। তবে পরোয়ানা ছাড়াও পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। তবে এক্ষেত্রে যে অপরাধে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে, তা অবশ্যই আমলযোগ্য হতে হবে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ৫৪ ধারার অধীনে পুলিশ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে। ৫৪ ধারার অধীনে ৯ ধরনের অপরাধে কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এই ৯ ধরনের অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের আদালতের আদেশ লাগে না, অবশ্য এই ৯ ধরনের বাইরে খুব কমই অপরাধী আছে। জেনে নেওয়া যাক যে ৯ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তিতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। ১. কেউ আমলযোগ্য অপরাধ করলে অথবা তাতে জড়িত থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে।  ২. কারও কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি থাকলে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে।  ৩. সরকার কাউকে অপরাধী বলে ঘোষণা করলে অর্থাৎ কোনো ব্যক্তি রাষ্ট্রের ক্ষতিকারক কোনো কাজ করলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে।  ৪. মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও মুদ্রা বহন কর...